নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে সচেতনতা বৃদ্ধি ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় পথচারীদের বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন শাকপুরা হাজী মো.নুরুল হক ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) শাকপুরা চৌমুহনী বাজারে পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শওকত ওসমান ও মোহাম্মদ রাকিব।
শিক্ষার্থী রায়হানের সভাপতিত্বে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন, তৌহিদুল ইসলাম জুয়েল, কামরুল হাসান নয়ন,অনিশ বড়ুয়া,শ্রাবনী বড়ুয়া, পূজা বিশ্বাস, রেশমী বড়ুয়া, ঈশা বড়ুয়া,জয়নাল আবেদীন সজিব, রবিন, মোমো বড়ুয়া প্রমুখ।
শিক্ষার্থী রায়হান বলেন,’ আমরা পথচারীদের মাঝে তিনশতাধিক মাস্ক বিতরণ করেছি। করোনার প্রাদুর্ভাব নিয়ে আমরা নিয়মিত মানুষকে সচেতন করার চেষ্টা করছি এবং আমাদের মাস্ক বিতরণ চলমান থাকবে।’