নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার আফেল আহমদ টেকের নতুন রাস্তার মাথার দারুল আনছার আল কোরআন ইন্সটিটিউটের এক ছাত্র নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীর নাম মাশফিকুল আলম নদভী (১৫)। এ ব্যাপারে আজ মঙ্গলবার বোয়ালখালী থানায় নিখোঁজ ডায়েরী করেছেন নদভীর পিতা।

জানা যায়, উপজেলার আকুবদণ্ডী গ্রামের নওয়াব মিয়া সওদাগর বাড়ির মোহাম্মদ জহুরুল আলমের পুত্র মাশফিকুল আলম নদভী দারুল আনছার আল কোরআন ইন্সটিটিউটের চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত। সে উক্ত মাদ্রাসা হোস্টেলে থেকে পড়ালেখা করে আসছিল।

গত ২২ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে সে নিখোঁজ রয়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে না পেয়ে তার পরিবারকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে নদভীর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাদের সন্তানের খোঁজ করতে থাকেন। কিন্তু নিখোঁজের তিনদিন অতিবাহিত হওয়ার পরও এখনো পর্যন্ত তার কোন হদিস মিলেনি।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.হেলাল উদ্দিন বলেন, নিখোঁজ মাদ্রাসা ছাত্রের খোঁজে পুলিশ কাজ করছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here