নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে টাকা ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় মো. হৃদয় (১৯) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল রবিবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে এক অটো রিকশা যাত্রীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। আটককৃত হৃদয় উপজেলার শাকপুরা উজির আলীর বাড়ির মীর কাশেমের ছেলে।
হৃদয় ছিনতাইয়ে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম বলেন, ফ্রেশ ও আড়ং কোম্পানির এক সেলসম্যান শাকপুরা অফিসে আসার পথে ছিনতাইকারিরা অটো রিকশার গতিরোধ করে টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানতে পারি।
এ সময় অন্যান্য ছিনতাইকারীরা পালিয়ে গেলেও মো. হৃদয়কে আটক করতে সক্ষম হয় পুলিশ। বাকিদের গ্রেফতার ও ছিনতাইকৃত টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।