নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা ঘনিয়ে এসেছে। এ লক্ষে বোয়ালখালী উপজেলার মণ্ডপগুলোতে চলছে জোর প্রস্তুতি।

প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। খড়, মাটি, বাঁশ, কাঠ দিয়ে মৃৎশিল্পীরা প্রতিমার অবকাঠামো দাঁড় করিয়ে দিয়েছেন ইতিমধ্যে, চলছে শুকানোর পালা। এরপর রং তুলির আঁচড়ে রাঙিয়ে তোলার পর সাজসজ্জা শেষে মণ্ডপে তোলা হবে।

বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস জানান, এবার মা দুর্গার গমনাগমন ঘোটকে। ফলে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড়বাতাসে ৫দিনব্যাপী পূজা আয়োজনে যেন বিঘ্ন না ঘটে সে লক্ষ্যে প্যান্ডেল তৈরিতে ত্রিপলের ব্যবহারকে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি। আগে ভাগে ঢোল বাদক, লাইটিং, সাউন্ড সিষ্টেম ও ডেকোরেশনের বায়না করে ফেলেন প্রায় পূজা মণ্ডপ।

বোয়ালখালী উপজেলার প্রায় মণ্ডপের অবকাঠামো তৈরির কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে। আগামী ২৮ সেপ্টেম্বর শুভ মহালয়ার মাধ্যমে দেবী পক্ষের সূচনা ঘটবে। পূজাকে ঘিয়ে আনন্দ আয়োজনের কমতি নেই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে।

উপজেলার মধ্যম শাকপুরা সবুজ সংঘের উদ্যোগে আগামী ৬ অক্টোবর দুর্গোৎসবের মহাষ্টমীর দিন রাত ১০টায় পরিবেশন করা হবে প্রভা নৃত্যকলা একাডেমির পরিচালনায় বিশেষ ধর্মীয় নৃত্যনাট্য ‘মহাশক্তি মহাকালী’।

এতে নৃত্য পরিচালনা করবেন সুচিপ্রিয়া মল্লিক পিউ। মহানবমীতে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী মৌমিতা বড়ুয়া, চপল চৌধুরী, রিজুয়ান লাভলু ও বিপাশা ধর।

আয়োজক কমিটির সভাপতি ছোটন চৌধুরী জানান, ‘মহাশক্তি মহাকালী’ নৃত্যনাট্যে অসুরদের অত্যাচারের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করতে মা দুর্গা বিভিন্ন রূপে আবির্ভুত হয়েছেন। এর মধ্যে মা দুর্গা, মা চামুণ্ডা, মা ছিন্নমস্তা ও মহাশক্তি রূপে অসুরদের বিনাশ করে ভক্তদের রক্ষা করার চিত্র ফুটে উঠবে এ নৃতনাট্যে।

পূজা চলাকালীন সময়ে আনন্দ আয়োজনের প্রস্তুতি চলছে এখন। পোস্টার, ব্যানার, লিফলেটও ছাপানো হচ্ছে দর্শনার্থী পূজার্থী পূর্ণ্যাথীদের উদ্দেশ্যে। শুভেচ্ছা জানিয়ে নিত্য নতুন ডিজাইনের নিমন্ত্রণপত্রও বাদ যাচ্ছে না।

হোরারবাগ মাতৃমন্দির পল্লী মঙ্গল সমিতি পূজা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু বৈদ্য বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পূজোর আয়োজন শুরু হয়ে গেছে। অন্যান্যবারের তুলনায় এবার মৃৎশিল্পীদের চাহিদা বেশি। মণ্ডপে শুধুমাত্র প্রতিমা তৈরিতে এবার ব্যয় হচ্ছে ৪০হাজার টাকা।

আগামী ২৮ সেপ্টেম্বর শুভ মহালয়ার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ৪ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় একযোগে ষষ্টী পূজোর মধ্য দিয়ে বোয়ালখালী উপজেলার ৮৩টি সার্বজনীন পূজো মণ্ডপে শুরু হবে দুর্গা পূজা। ৮ অক্টোবর বিজয়া দশমী উদযাপনের মধ্য দিয়ে শেষ হবে এ দুর্গোৎসব ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here