নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু করেছে উপজেলা খাদ্য অধিদপ্তর।
বুধবার (২০ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। এ সময় ২জন কৃষকের কাছ থেকে ৪ টন ধান ক্রয় করা হয়।
চলতি এ বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ২১৬ মেট্রিক টন ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য অধিদপ্তর।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিকুল্লাহ, পৌর কাউন্সিলর সোলায়মান বাবুল, উপজেলা খাদ্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. আবু নঈম ভূইয়া, কৃষক মো. আবসার ও কৃষাণী কোহিনূর আকতার প্রমুখ।