নিজস্ব প্রতিবেদক : জেলার বোয়ালখালীতে নিজ ঘর থেকে বিশ্বজিৎ চৌধুরী কানু (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৯ মে রবিবার সকালে এ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।
বিশ্বজিৎ চৌধুরী কানু উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ বৈদ্যবাড়ির মৃত ফনিন্দ্র লাল চৌধুরীর ছেলে। তিনি দুই সন্তানের জনক। বিশ্বজিৎ চৌধুরী কানু এলাকার অগ্রাধিকার নামের একটি সমবায় সমিতির ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আল আমান জানান, নিজ ঘরের ছাদ বীমের সাথে ঝুলন্ত বিশ্বজিৎ চৌধুরী কানুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
এবি/ডিবি/আরডি