নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালীতে মুজিববর্ষ উপলক্ষে আলহাজ্ব এম.এ হাশেম ফাউন্ডেশনের আয়োজনে রাত্রিকালীন এএনএফএল ব্যাডমিন্টন টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে ।
সোমবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার গোমদণ্ডী ফুলতলে এ টূর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব এম.এ হাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.জহুরুল ইসলাম জহুর।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, ‘খেলাধুলায় মানুষের শরীর ও মনকে যেমন সুস্থ রাখে, তেমনি সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। একাডেমিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় সুস্থ সমাজ গঠন সম্ভব।
এতে স্বাগত বক্তব্য রাখেন টূর্ণামেন্ট পরিচালনা কমিটি আহাবায়ক মঈন উদ্দিন বাদল।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস.এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস.এম শহিদুল ইসলাম ও বাংলাদেশ ব্যাটমিন্টন ফেডারেশনের সদস্য মো. দিদারুল আলম।
এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা আওয়ামী লীগ উপদেষ্ঠা নুরুল আবছার হিরা, মো. ইলিয়াছ জাফর, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রফিকুল আজাদ, ফাউন্ডেশনের পরিচালক আশরাফ উদ্দিন কাজল, নুরুল আমিন, ডা.মেজবাহ উদ্দিন সবুজ, প্রিয়ব্রত বড়ুয়া পান্থু, সুবল দাশ, আব্দুর রব্বান মামুন, নুরুন্নবী সওদাগর ও টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. পারভেজ।
এ টূর্ণামেন্টে ২০ টি দলের অংশ নিয়েছে ।