নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে মাদক আইনে দায়েরকৃত মামলায় সাজাপ্রাপ্ত আসামি জয়নাল আবেদীন শুক্কুরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আকলিয়া গ্রামে অভিযান চালিয়ে থানার সহকারী উপ-পরিদর্শক শহীদুল ইসলাম তাকে গ্রেফতার করেন।
জয়নাল আবেদীন শুক্কুর উপজেলার আকলিয়া গ্রামের শামসুল আলমের ছেলে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, গত ২০১৬ সালে বোয়ালখালী থানায় দায়েরকৃত মাদক মামলায় গত ২২ সেপ্টেম্বর চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুক্কুরকে ১বছর ৩মাসের কারাদণ্ড দিয়েছেন। তবে জয়নাল আবেদীন পলাতক ছিলো। তাকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।