নিজস্ব প্রতিবেদক :
বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান (কে.বি.কে.আর) বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীর্ক্ষাথীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সেলিনা খান বাদল।

সহকারী প্রধান শিক্ষক এসএম মহিউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. নাছির উদ্দিন, মো. নেজামুল হক, হারুনুর রশিদ বাবলু, নাছিমা আকতার, ইউপি সদস্য প্রণতি মল্লিক ও শিক্ষার্থী উম্মে হাবিবা ও ফারহিন নেওয়াজ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অলক কান্তি সেন।

এবার বেঙ্গুরা কে.বি.কে.আর বিদ্যালয় থেকে ১০৮জন শিক্ষার্থী এসএসসিতে অংশ গ্রহণ করছে। তাদের প্রত্যেকের সফলতা কামনা করে বক্তারা বলেন, শিক্ষার্থীরা যখন লেখাপড়ার মধ্য দিয়ে পরীক্ষায় ভালো ফলাফল করে তখন সকলেরই মন আনন্দে ভরে যায়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন পরিচালনা পরিষদের সভাপতি ও সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন। এ সময় বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সেলিনা খান বাদল মুজিববর্ষ উপলক্ষ‌্যে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ক্লাসের জন্য দুইটি ডেক্সটপ ও দুইটি ল্যাপটপ হস্তান্তর করেন। বিদায়ী শিক্ষার্থীরা বিদ্যালয়ের জন্য একটি ফাইল কেবিনেট প্রদান করেন। এছাড়া বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here