অনলাইন রিপোর্ট
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। হজযাত্রা নির্বিঘ্ন করতে এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। এবারই প্রথমবারের মতো বাংলাদেশি হাজিদের ইমিগ্রেশন প্রক্রিয়া জেদ্দা বিমানবন্দরের পরিবর্তে ঢাকায় করার ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার।বাংলাদেশ সরকার জানিয়েছে, এবার এজেন্সিগুলোর অনিয়ম বন্ধ করতে কঠোর অবস্থানে রয়েছে তারা। আর কোনও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি হাজিদের সেবা নিশ্চিত করতে এজেন্সিগুলোকে ঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারিভাবে ৫৯৮টি এজেন্সির মাধ্যমে যাবেন এক লাখ ২০ হাজার জন।এদিকে এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এছাড়ার ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে জেদ্দায় হজ ফ্লাইট যাবে।অন্যদিকে হজযাত্রীদের সহযোগিতার জন্য সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে জেদ্দা, মক্কা ও মদিনার জন্য ৪০০ জন পুরুষ ও ৫০ জন নারীকে হজসহায়ক কর্মী নিয়োগ দেয়া হয়েছে।