নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন রোধে আলাদা মুসলিম জাতিসংঘ গঠন সময়ের দাবি। গত ৫জানুয়ারি রবিবার রাতে পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে আহলে সুন্নাত ওয়াল জমা’য়াত বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জমা’য়াত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মুফতি ওবাইদুল হক নঈমী এ কথা বলেন।

তিনি বলেন, মরুভূমির বালু রাশি হতে দূর্বা ঘাসের ডগা পর্যন্ত মজলুমের রক্তের স্রোতধারা বয়ে যাচ্ছে। কেউ নেই এগিয়ে আসার। কেই নেই বাঁচাবার। সব দ্বার রূদ্ধ। সবখানে বাঁধার প্রাচীর। এ প্রাচীর ভাংতে হবে সাবধানতায়। হায়নাদের রূখে দিতে হবে। বিশ্বজুড়ে মুসলমানদের নির্যাতন-নিপীড়ন রোধে মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষণ নেই। তাই আলাদা মুসলিম জাতিসংঘ গঠন এখন সময়ের দাবি।

আহলে সুন্নাত ওয়াল জমা’য়াত বাংলাদেশ বোয়ালখালীর সভাপতি মুফতি আবদুর রহীম আলকাদেরীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সি: সহ-সভাপতি মুফতি কাজী আবদুল ওয়াজেদ (ম.)। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের বোয়ালখালীর শাখার সাধারণ সম্পাদক কাজী ওবাইদুল হক হক্কানী।

মাওলানা আবদুল নবী আলকাদেরী ও আকতার হোসেন তালুকদারের যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জমা’য়াত কেন্দ্রীয় কমিটির মুখপাত্র এডভোকেট সৈয়দ মোছাহেব উদ্দীন বখতেয়ার, দরবারে গাউছে হাওলার সাজ্জাদানশীন পীরজাদা নঈমুল কুদ্দুস আকবরী, অধ্যক্ষ মোজ্জাম্মেল হক কুতুবী, এহসান উল্লাহ, উপাধ্যক্ষ আল্লামা জালাল উদ্দীন ফারুকী, আহলে সুন্নাত ওয়াল জমা’য়াত বাংলাদেশ দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক সাকের আহম্মদ চৌধুরী, নির্বাহী সম্পাদক হাফেজ আহমদ আলকাদেরী, বোয়ালখালী শাখার সহ সভাপতি মুফতি ফরিদুল আলম রেজভী, অধ্যক্ষ আল্লামা শোয়াইব রেজা, স.ম এনামুল হক, মো. নুরুল ইসলাম চৌধুরী মুন্সি, সহ-সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here