দেবাশীষ বড়ুয়া রাজু :

বোয়ালখালীতে বাগান গড়ে সফল নেজাম বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডীর মো. নেজাম উদ্দিনের পড়াশোনা ৯ম শ্রেণি পর্যন্ত। বিদেশে ছিলেন ৭টি বছর। সেখানে খুব একটা সুবিধা করতে পারেননি। ২০১৬ সালে দেশে এসে ৬০ শতক জায়গা লিজ নিয়ে শুরু করেন চাষাবাদ। ১ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে পুকুর খনন করেন। শুরু করেন মাছ চাষ। সেই পুকুরের পাড়ে লাউ, শিম, বেগুন, ঢেঁড়স ও পেঁপের চাষ করেন।

গত বছরের অক্টোবর মাসে উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় পেঁপে চাষের প্রদর্শনী করেন তিনি। ১৬০টি উন্নত জাতের (রেড লেডি) পেঁপে চারা রোপণ করেন পুকুরের চারপাশে। ফলন ভাল হওয়ায় ১১শ কেজি পাকা পেঁপে বিক্রি করে পেয়েছেন ৭০ হাজার টাকা। আরও ৩ হাজার কেজির মতো পেঁপে এখন গাছে রয়েছে জানান মো. নেজাম। নেজাম বলেন, ‘জীবন জীবিকার তাগিদে বিদেশে পাড়ি দিয়েছিলাম ২০০৮ সালে। আবুধাবীতে স্টোর কিপারের চাকুরী ছিলো। সেখানে কেটে যায় ৭টি বছর। এরপর দেশে আসলে নতুন করে ভিসা না পাওয়ায় বিদেশ আর যাওয়া হয়নি।’

তিনি বলেন, ‘দেশের অনেক জায়গায় চাকুরীর জন্য ধর্ণা দিয়েছি। চাকুরী পাইনি। এরপর বোন জামাইয়ের কাছ থেকে ৬০শতক জমি লিজ নিয়ে চাষাবাদের কাজ শুরু করেছি। এতে মোটামুটি ভালোই আছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ বলেন, এসএসিপি প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে উপজেলা কৃষি অফিস থেকে নেজামকে উন্নত জাতের পেঁপে চারা, সার ও সার্বিক সহায়তা দেয়া হয়। এক বছরের মধ্যে ১১শ কেজি পাকা পেঁপে বিক্রি করেছেন তিনি। আরো প্রায় ৩হাজার কেজি বিক্রি করতে পারবেন বলে আশা করছি। উদ্যেগী হলেই সফল হওয়া যায় তার দৃষ্টান্ত

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here