প্রতিনিধি :

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন, প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল আলম। উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহাবুদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ বখতিয়ার আলম। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: নুরুল আমিন চৌধুরী, কধুরখীল ইউপি চেয়ারম্যান সফিউল আজম শেফু।

No photo description available.সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন ‘ঠিকানা বহুমুখী সমবায় সমিতি লি:’ এর সভাপতি সাংবাদিক শাহীনুর কিবরিয়া মাসুদ, উত্তর ভূর্ষি সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদক অরুণ চৌধুরী, করলডেঙ্গা মহিলা সমবায় সমিতি লি: এর সভাপতি জামানারা বেগম, কধুরখীল কো অপারেটিভ সোসাইটি লি: এর সভাপতি সুকৃতি রঞ্জন চক্রবর্তী, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লি: এর সভাপতি শহীদুল আলম।

কাজের স্বীকৃতিস্বরুপ সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করছেন ‘ঠিকানা বহুমুখী সমবায় সমিতি লি:’ এর সভাপতি সাংবাদিক শাহীনুর কিবরিয়া মাসুদ
কাজের স্বীকৃতিস্বরুপ সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করছেন ‘ঠিকানা বহুমুখী সমবায় সমিতি লি:’ এর সভাপতি সাংবাদিক শাহীনুর কিবরিয়া মাসুদ

অনুষ্ঠানে সফল সমবায়ীদের মধ্যে উপজেলার একমাত্র উৎপাদনমুখী সমবায় ‘ঠিকানা বহুমুখী সমবায় সমিতি লি:’ সহ ১৫ টি সমবায়ী সংগঠনকে কাজের স্বীকৃতিস্বরুপ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here