নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার নেতৃবৃন্দ।
শনিবার মহাসপ্তমী পূজার দিন সন্ধ্যায় উপজেলার পৌর সদর, পশ্চিম সারোয়াতলী, জ্যৈষ্ঠপুরা, পোপাদিয়ার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার আহ্বায়ক সুনীল চন্দ্র ঘোষ, সদস্য সচিব অমিত লালা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি সজল চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ দক্ষিণ জেলা সভাপতি রমা বৈদ্য, পরিষদের নেতা অপু কুমার বৈদ্য, কুমকুম দাশ, সুবল দাশ, সাংবাদিক রাজু দে, দেবাশীষ বড়ুয়া রাজু, পিংকু কর, মাধব ধর, অনিক চৌধুরী বাসু ও আশীষ বিশ্বাস।