নিজস্ব প্রতিবেদক : খ্যাতিমান পুঁথি সংগ্রাহক আবদুস ছাত্তার চৌধুরীর শততম জন্মবাষিকী উপলক্ষে রমেশ-বিনয়-শেফালী চর্চা কেন্দ্র আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪ নভেম্বর বিকেল ৪টায় সংগঠনের দোস্ত বিল্ডিং অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
চর্চা কেন্দ্রের সভাপতি ভাস্কর ডি কে দাশ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সহকারী জজ এড্ মনজুর মাহমু খান।
আলোচক বৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বাদশা মিয়া চৌধুরী, মুক্তিযোদ্ধা ফজল আহমদ, মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, রাজনীতিক মোখতার আহমদ, সংগঠক মোশারফ হোসেন খান রুনু, বাচিক শিল্পী মেজবাহ উদ্দিন চৌধুরী, গীতিকার ইমরান ফারুকী, প্রধান শিক্ষক তরনী কুমার সেন ও সংগঠক প্রণব রাজ বড়ুয়া প্রমুখ।
চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. তাজুল ইসলাম রাজুর পরিচালনায় আলোচনা পর্বে বক্তারা বলেন বাংলার পুঁথি সাহিত্য আমাদের আকঁড়। আবদুস ছাত্তার চৌধুরী সেই সম্পদের বুনিয়াদী আবিস্কারক। শতত্যাগ তিতিক্ষায় তিনি এই সম্পদ আহরণ করেন। অথচ সেই সব সাহিত্য নিয়ে সত্যিকারের কোন গবেষণা হয়নি। সময় এসেছে আধুনিক সাহিত্যে ভাণ্ডারের লাগোয়া সেই পুঁথি সাহিত্যেসহ সকল সাহিত্য সম্ভারের বালাখানা নির্মাণ।
অনুষ্ঠানের ২য় পর্বে পুঁথি সংগ্রাহক আবদুস ছাত্তার চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পী মুসলিম আলী জনি, ওস্তাদ রতন কুমার রাহা, বৃষ্টি দাশ, উজ্জ্বল সিংহ, হানিফুল ইসলাম হানিফ, অখেরুনন্নেছা, সাবিকুন নাহার শিউলি প্রমুখ।