নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে এক বাকপ্রতিবন্ধী শিশুকে থানার জিম্মায় দিয়েছে এলাকাবাসী। সম্ভবত পথ হারিয়ে ফেলায় শিশুটি আর বাড়ি ফিরতে পারছে না বলে ধারণা করছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে বয়স অনুমান ৭-৮ বছরের বাক প্রতিবন্ধী শিশুটিকে উপজেলার বেঙ্গুরা রেল স্টেশন এলাকায় কান্নাকাটি করতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ শিশুটিকে উদ্ধার করে বোয়ালখালী থানায় নিয়ে আসে।
বাড়ি ফিরতে শিশুটি কান্নাকাটি করছে জানিয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তার প্রকৃত অভিভাবকদের খোঁজ চলেছে।
কেউ শিশুটির পরিচয় জানতে পারলে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক নুরুল হুদা মোবাইল নং-০১৭১৭-৮৮০৪৩০ বা কর্তব্যরত অফিসার মোবাইল ০১৭৬৯৬৯৪৫২১ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।