নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম -৮ আসনের উপ নির্বাচনে নির্বাচিত করলে আপামর জনসাধারণের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে নগরীর একটি রেস্টুরেন্টে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, এলাকার উন্নয়নে ও গণমানুষের জন্য জীবনের বাকি সময়টুকু কাজে লাগাতে চাই। আমার দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে ২৪ ঘণ্টা। কালুরঘাটে সেতু নির্মাণসহ এলাকার সার্বিক উন্নয়নে মোছলেম উদ্দিন আপনাদের সাথে থাকবে।
এ সময় উপস্থিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, সুযোগ এসেছে এলাকার সমস্যা নিরসনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রাথীকে বিজয়ী করার। আশা রাখি তিনি চট্টগ্রাম ৮ আসনের মানুষের কল্যাণে কাজ করবেন।
এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগে তথ্য ও গবেষণা সম্পাদক নেতা আবদুল কাদের সুজন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।