রাজধানীর মিরপুর-১৪ নম্বরে পুলিশ লাইন মাঠে নিজের নামে ইস্যু হওয়া অস্ত্র দিয়ে মো. কুদ্দুস (৩১) নামের এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে মিরপুর-১৪ পুলিশ লাইন মাঠে এই ঘটনা ঘটে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুদ্দুস মিরপুর পুলিশ লাইন ব্যারাকে থাকতেন। তিনি পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) নায়েক পদে কর্মরত ছিলেন।
তিনি আরও জানান, মৃত্যুর আগে কুদ্দুস ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে নিজেই স্ট্যাটাস দিয়েছিল। এরপর নিজের অস্ত্র দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এছাড়া বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।