স্থানীয় কাউন্সিলরের নির্দেশে এলাকাবাসীর মত উপেক্ষা করে এই প্রক্রিয়া চলছে বলেও অভিযোগ তাদের। এলাকাবাসীর পক্ষে মানববন্ধন থেকে দাবি জানানো হয়, অনতিবিলম্বে অবৈধ মসজিদ কমিটি ভেঙে দিয়ে এলাকাবাসীর প্রত্যক্ষ উপস্থিতিতে কমিটি হোক, তারপর পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মসজিদের স্বার্থ ঠিক রেখে টেন্ডার প্রক্রিয়ায় মার্কেটের উন্নয়ন করতে হবে। তা না হলে এলাকাবাসীর নিজেদের টাকায় মার্কেট নির্মাণ করা হবে। যদি অবৈধভাবে হস্তান্তরের প্রত্রিয়া শুরু হয় তাহলে ইসলামিক ফাউন্ডেশন, স্থানীয় এমপি এবং ওয়াকফ স্টেট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হবে। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানানো হবে।
মানববন্ধনে বক্তব্য দেন মোহাম্মদ হোসেন রবিন, আব্দুর রহমান, আখতার, নুরুল আলম, সাখাওয়াত হোসেন, মো. রায়হান, রকিবুল হাসনাত, ইসমাম আহম্মেদ, সাফায়ত জিকু ও তাওহীদুল ইসলাম প্রমুখ।