দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, রাজনৈতিক সংগঠন হিসেবে ১৩ বছর ধরে বিএনপি সীমাহীন প্রতিকূলতার মধ্য দিযে এগিয়ে যাচ্ছে। বিএনপি স্বাভাবিক রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেনন।

তিনি বলেন, কোনো প্রকার ব্যক্তিগত পছন্দ ও অপছন্দকে প্রশ্রয় না দিয়ে দলের তৃণমূলের ত্যাগী, দক্ষ ও যোগ্য নেতাদের নিয়ে ৯০ দিনের মধ্যে দক্ষিণ জেলা বিএনপির কার্যনির্বাহী গঠন করা হবে।

বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্যসচিব মোস্তাক আহমেদ খান।

উপস্থিত ছিলেন অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, ইদ্রিস মিয়া চেয়ারম্যান, অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী, মোশারফ হোসেন, এম রহিম, মো. ফোরকান, বদরুল খায়ের চৌধুরী, এহসান এ খান, এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here