ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বন্দরনগরী চট্টগ্রামে ‍পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২৯ জুলাই) সকালে এরই অংশ হিসেবে চট্টগ্রাম সার্কিট হাউস এলাকা থেকে র‌্যালি বের করা হয়।

বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের নেতৃত্বে ‍র‌্যালিতে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সিটি করপোরেশন, ফায়ার স্টেশনসহ সরকারি সংস্থা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

জেলা প্রশাসন জানিয়েছে, সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়তে থাকায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে চট্টগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেয়া হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে নগর ছাড়াও চট্টগ্রামের ১৫টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here