নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বোয়ালখালীতে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জ্যৈষ্টপুরা সেন বাড়িতে স্মৃতি স্মারক ফলক স্থাপনের উদ্যোগ নিয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত। দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়া শত শত মুক্তিযোদ্ধাদের আশ্রয় কেন্দ্র ছিল ঐতিহাসিক এ সেন বাড়ি। তিনি শুক্রবার (১৮ জুন) দুপুরে উপজেলার জ্যৈষ্টপুরা সেন বাড়িতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় দীর্ঘ এক মাস পরিবার নিয়ে এ বাড়িতে আশ্রয় নিয়ে ছিলাম। মুক্তিযুদ্ধকালীন সময়ে দক্ষিণ চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও প্রেরণা যুগিয়েছে ঐতিহাসিক এ সেন বাড়ি। এ স্মৃতিময় স্থান আমাদের ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী। সেন বাড়ীর অন্যতম সদস্য রনজিত সেনের সভাপত্বিতে ও শিবাশীষ সেন শঙ্খুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নগরীর ২১ নং জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ইউপি চেয়ারম্যান মো. মোকারম, কাজল দে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরী, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি এস.এম মোদ্দাচ্ছের, সংগঠক সঞ্জয় দে ও সত্যেন সেন বাবু।