‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ পরিচালিত ‘দারিদ্র্য বিমোচন প্রকল্প’-এর উদ্যোগে বেকার, পুঁজিহীন, কর্মক্ষম উদ্যোগী ব্যক্তির আর্থিক অবস্থা উত্তরণে ১৮তম দারিদ্র্য বিমোচন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ জানুয়ারি (শুক্রবার) বিকাল তিনটায় দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ্ব দিদারুল চৌধুরীর সভাপতিত্বে চন্দনাইশ দোহাজারী পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এর অংশ হিসাবে অনুষ্ঠানে ২ জনকে সিএনজি চালিত ট্যাক্সি, ৪ জনকে রিকশা, ৫ জনকে সেলাই মেশিন ও ১ জনকে মাছ ধরার জাল প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম-১৪ আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী শাহানশাহ্ হয়রত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট সৃষ্টিশীল মানব সম্পদ তৈরির মাধ্যমে উন্নয়নশীল দেশ গড়তে কার্যকরী ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, মানবসম্পদ উন্নয়ন হচ্ছে একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের জনগোষ্ঠী একটি বিশাল সম্পদে পরিণত হতে পারে। মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে একটি মানবগোষ্ঠীর সুপ্ত প্রতিভা, প্রচ্ছন্ন শক্তি, লুকায়িত সামর্থ্য ও যোগ্যতার প্রসার ঘটে। একটি দেশের অভ্যান্তরীণ সম্পদের মধ্যে মানব সম্পদই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ।
দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল মোস্তফা স্বাগত বক্তব্যের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, জামিজুরী আজিজিয়া রজভীয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আহমদ হোসেন আল-কাদেরী, আবদুল হালিম আল মাসুদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাছের, আহসান উল্লাহ্ চৌধুরী বিভন, মাওলানা ফজলুল হক, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন চিশতি, ডাক্তার আবদুর রহমান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইলিয়াছ মাস্টার ও আবদুর রহমান, মোহাম্মদ জামশেদ ও মো. ছাদেকুর রহমান সবুজ প্রমুখ।