প্রতিনিধি:
শ্রী শ্রী জগদ্বাত্রী মায়ের পূজা উপলক্ষে বোয়ালখালী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতৃবৃন্দ।
শনিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিম গোমদন্ডী, সারোয়াতলি, শাকপুরা ও পূর্বগোমদন্ডী এলাকার কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্যামল বিশ্বাস, উপজেলা কমিটির সহ-সভাপতি সমীর চক্রবর্তী, সাধারন সম্পাদক অধীর দে, সাংগঠনিক সম্পাদক শুভাশিস চৌধুরী, সহ সাংগঠনিক সম্পদক রাজু আচার্য্য, বাবলী ঘোষ, রুমা নাথ, রিপন শীল, পৌর সভাপতি শ্রীবাস বিশ্বাস, প্রচার সম্পাদক পিকলু সরকার, দক্ষিণ জেলা নেতা দীপক দে, বিউটি চৌধুরী।