অনলাইন রিপোর্ট

চলতি বছরের চামড়ার দাম নিয়ে চরম বিপাকে পড়েছেন খুচরা ও মৌসুমী ব্যবসায়ীরা। এ ব্যাপারে চামড়া ব্যবসায়ী সংগঠন বলছে ট্যানারি মালিকদের কাছে পাওনা বকেয়ার কারণেই দামের এমন অবস্থা; যদিও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ সিন্ডিকেট।

অতীতের সব রেকর্ড ভেঙে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এবারের চামড়ার দাম।বাজার ঘুরে দেখা যায়, একটি ছোট আকারের চামড়া বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়। আর মাঝারি ও বড় আকারের চামড়ার দাম উঠছে বড়জোর ৬০০ টাকা পর্যন্ত।চামড়ার এমন নিম্নমুখি দামে ক্ষতির শিকার হচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। পুরো বিষয়ের জন্য তারা দায় দিচ্ছেন কিছু অসাধু চামড়া ব্যবসায়ীদের।তবে চামড়া ব্যবসায়ী সংগঠন বলছে, ট্যানারি মালিকদের কাছে টাকা পাওনা থাকার কারণেই প্রত্যাশিত পরিমাণে চামড়া কিনতে পারছেন না তারা। যার প্রভাব পড়েছে খুচরা ব্যবসায়ীদের ঘাড়ে।ট্যানারি মালিকরা কথামতো বকেয়া ফেরত দিলে দু’এক বছরের মধ্যে চামড়ার দামের এমন সংকট কেটে যাবে বলেও বলছেন চামড়া ব্যবসায়ীরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here