নগর প্রতিবেদক:

মাইজভাণ্ডারী ত্বরিকার প্রবত্তক গাউসূল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.)’র প্রথম ও প্রধান খলিফা সিদ্দীকে গাউসূর আজম সুরতে শেখলে গাউসূল আজম হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.)’র ১৩২তম পবিত্র বেলায়ত ও বেলাদত বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে বাবাজান কেবলা শাহ চরণদ্বীপি (ক.)’র জীবন ও কর্ম শীর্ষক সেমিনার গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় বোয়ালখালী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মুর্শিদে বরহক হযরতুলহাজ্ব শাহসুফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.জি.আ.)’র সভাপতিত্বে আগামী ১৩ জানুয়ারি শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হল ২য় তলায় অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, প্রধান আলোচক থাকবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ আবদুল আলীম রেজভী। এতে আরো বরেণ্য শিক্ষাবিদ ও ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন।

সংগঠনের পক্ষ হতে সকলকে আমন্ত্রন জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here