চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিএনপি।
সোমবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে দু’জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তারা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব মোস্তাক আহমেদ খান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে এখন পর্যন্ত দুজন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ জানুয়ারি।