চট্টগ্রাম-৮ আসনে (চান্দগাঁও-বোয়ালখালী) উপ-নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমদ বাবলু। তার পক্ষে গতকাল ৮ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে হাজির হয়ে (চান্দগাঁও-বোয়ালখালী) নির্বাচনী কর্মকর্তার কাছে থেকে ফরম সংগ্রহ করেন চট্টগ্রাম নগর জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সায়েস্তা খান চৌধুরী, নগর সেক্রেটারি ইয়াকুব হোসেন, উত্তর জেলার জেনারেল সেক্রেটারি শফিকুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, নগর কমিটির সদস্য মাহমুদুল করীম, রানা মহাজন, আবদুর রউফ প্রমুখ।

জিয়া উদ্দিন আহমদ বাবলু ২০১৪ সালের জাতীয় নির্বাচনে চট্টগ্রাম ৯ কোতোয়ালী-বাকলিয়া আসনের সংসদ সদস্য ছিলেন।

জিয়া উদ্দিন আহমদ বাবলু বলেন, ২০১৪ সালে বিরোধী দলীয় সংসদ সদস্য হিসেবে আমি সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। কোতোয়ালী আসনের সংসদ থাকাকালীন এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। প্রধানমন্ত্রীও আমার কাজের ওপর সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আমাকে দেশের বিভিন্ন স্থানে নির্বাচন করার জন্য বললেও আমি চট্টগ্রামবাসীর সাথে থাকবো বলে ২০১৮ সালের নির্বাচনে অন্য কোন এলাকায় প্রার্থী হইনি। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আসন হচ্ছে বোয়ালখালী-চান্দগাঁও। এই আসনের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। সুখে-দুঃখে আমি জনগণের সাথে থাকতে চাই।

নগর সভাপতি সোলায়মন আলম শেঠ বলেন, মহাজোটে অনেক ত্যাগ স্বীকারকারী জনগণের পরীক্ষিত নেতা জিয়া উদ্দিন আহমদ বাবলুর জনপ্রিয়তা চান্দগাঁও বোয়ালখালী আসনে কম নয়। জনগণের ভোটে জিয়া উদ্দিন আহমদ বাবলু বিপুল ভোটে নির্বাচিত হবেন এইটাই আমাদের প্রত্যাশা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here