চট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্য সভা গত ১৯ অক্টোবর ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ছিলেন সংঘের সভানেত্রী বেগম জিনাত আজম। সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আক্তারের পরিচালনায় শরৎ কালীন সাহিত্যোসরে বিষয় ভিত্তিক আলোচনা,গান, কবিতা পরিবেশন করেন তহুরীন সবুর ডালিয়া, মেহেরুন নেসা রশিদ, মৃনালীনি চক্রবতী,অ্যাডভোকেট লায়লা ইব্রাহিম বানু, সখিনা বেগম,ফাতেমা ফেরদৌস জয়তুননেসা, জেবারুত সাফিনা,মর্জিনা আকতার, সৈয়দা করিমুননেসা, লিপি বড়ুয়া, নুসরাত সুলতানা, সুবর্না দাশ মুনমুন,ইসমত আরা নীলিমা, কোহিনুর শাকি, রাবেয়া খাতুন,মারজিয়া খানম সিদ্দিকা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।