চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় (১১আগস্ট২০২১) করোনায় আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। একই সময়ে ১০টি ল্যাবে দুই হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা করে ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৪৪ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৩২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৭৭ শতাংশ। আজ বুধবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে তিন জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার ২৪ জন, বাঁশখালীর আট জন, আনোয়ারার ৩৫ জন, চান্দনাইশের আট জন, পটিয়ার আট জন, বোয়ালখালীর ৫৩ জন, রাঙ্গুনিয়ার দুই জন, রাউজানের ৬২, ফটিকছড়ির ২৬, হাটহাজারীর ৭৫ জন, সীতাকুণ্ডের ১৭ ও নয় জন মীরসরাই উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯২ হাজার ৬৭৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৬৮ হাজার ৩৩৮ ও ২৪ হাজার ৩৪১ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৬৩৯ ও উপজেলা পর্যায়ের ৪৫৫ জনসহ মোট এক হাজার ৯৪ জন মারা গেছেন।