চট্টগ্রাম নগরীতে ‘মদ পানে’ তিন যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও এক যুবক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (১৪ আগস্ট) রাতে নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনির মালিপাড়া এলাকায় চারজন মদ পানে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহতরা হলেন- বিশ্বজিৎ মল্লিক (২৮), শাওন মজুমদার জুয়েল (৩০) এবং মিল্টন গোমেজ (৩২)।

অসুস্থ অবস্থায় উজ্জ্বল বণিক নামে একজন নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, বুধবার রাতে চারজনকে হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক বিশ্বজিৎ মল্লিক ও শাওন মজুমদার জুয়েলকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে তাদের স্বজনরা বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

বেসরকারি হাসপাতালে মিল্টন গোমেজের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওসি মোস্তাফিজুর রহমান।

ওসি বলেন,‘চারজনের বাড়িই মালিপাড়ায়। তারা নিয়মিত মদ পান করে। মালিপাড়ায় আগে নিজেরাই মদ উৎপাদন করত। তারা বিক্রিও করত এবং নিজেরা পান করত। কিন্তু ছয়মাস আগে আমরা রেইড দিয়ে সেটা বন্ধ করেছি। অসুস্থ উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি- তারা কেরু কোম্পানির ভদকা মদ পান করেছিল। আমরা যেটা জেনেছি- অনুমোদিত দোকানের মদ বাইরে এনে ভেজাল করা হয়। এক বোতলের মদে অন্য মদ মিশিয়ে ২-৩ বোতল করা হয়। সেই ভেজাল মদ খেয়ে তাদের মৃত্যু হয়েছে কি না, সেটা আমরা তদন্ত করে দেখব।’

সারাবাংলা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here