হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা টিংকু দাশ। মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী জানিয়েছেন।
এক সন্তানের জনক টিংকুর বয়স হয়েছিল ৪৭ বছর। স্ত্রী, এক সন্তান, মা রেখে গেছেন তিনি। ইদ্রিস আলী বলেন, গভীর রাতে হালিশহরের বাসায় অসুস্থ বোধ করেন টিংকু দাশ। পরিবারের সদস্যরা তাকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
“হৃদ রোগে আক্রান্ত হয়ে টিংকু দাশ মারা গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।”
ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা টিংকু ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির দপ্তর সম্পাদক। বিএনপির রাজনীতিতে তিনি আব্দুল্লাহ আল নোমানের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। নব্বইয়ের দশকে টিংকু ছিলেন নগর ছাত্রদলের দপ্তর সম্পাদক।
টিংকুর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।