আবো. ডেক্স :
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, আমি চট্টগ্রামে নতুন দায়িত্ব নিয়েছি। এ শহরের প্রতি আমার আলাদা ভালো লাগা কাজ করে। কারণ আমার পড়ালেখা এ শহরেই। আমি খেলাধুলা ও সংস্কৃতি নিয়ে কাজ করতে চাই। এখানে এ দুটি বিষয়ে কাজ করার বিরাট সুযোগ রয়েছে।
তিনি বলেন, আমরা চট্টগ্রামের খেলাধুলা নিয়ে ভাবতে চাই। প্রতিটি খেলার জন্য আলাদা মাঠ তৈরি করতে চাই। ফুটবলের জন্য ফুটবল মাঠ, হকি খেলার জন্য হকি মাঠ তৈরি করতে হবে। প্রতিটি করপোরেট হাউস যদি এক একটি খেলাকে সহযোগিতা করে তাহলে সব কটি খেলার ভালো আয়োজন করা যাবে।শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ টেক্সটাইল চত্ত্বরে এশিয়ান স্পোর্টস কমপ্লেক্সে এশিয়ান গ্রুপ স্পোর্টস লিগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেক গুণীজনের জন্ম এ চট্টগ্রামে। বড় খেলোয়াড়েরও জন্ম হয়েছে এখানে। দেশের খেলাধুলার উন্নয়নে শুধু সরকারই কাজ করবে তা নয়, ব্যক্তি উদ্যোগেও ক্রীড়ার উন্নয়ন করা জরুরি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রেড ক্রিসেন্টের ট্রেজারার মোহাম্মদ আবদুস সালাম। অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক সাকিফ আহমেদ সালাম এবং প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।
স্পোর্টস লিগের উদ্যোক্তা এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, ১০ বছর ধরে ছোট টুর্নামেন্টের আয়োজন করছি। এবার বড় পরিসরে ফুটবল আয়োজন করেছি। এখানে দেশের ১৬টি দল যোগ দিয়েছে। টুনার্মেন্টে বড় বড় ব্যাংক, আরএমজি সেক্টরের কোম্পানিগুলো অংশ নিচ্ছে। দর্শকদের জন্য খেলা দেখা উন্মুক্ত থাকবে। সি-স্পোর্টসের মাধ্যমেও খেলা উপভোগ করা যাবে। এছাড়া এশিয়ান অ্যান্ড ডাফ ক্রিকেট টুর্নামেন্টও চলছে বলে জানান ওয়াসিফ সালাম।