নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পদ্মা সেতু হয়েছে। কর্ণফুলী নদীর তলদেশে টানেল হয়ে গেছে। কিন্তু এখনো কেন কালুরঘাটে নতুন সেতু হলো না? একবার নকশা হয়, আবার সংশোধন করা হয়। এভাবেই চলছে। তবু এই সেতু আর হচ্ছে না। এতে স্থানীয় মানুষ হতাশ।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা কালুরঘাটে নতুন সেতু না হওয়ায় আক্ষেপ করে এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের কালুরঘাটে নতুন রেল ও সড়ক সেতু নির্মাণের দাবিতে গোলটেবিল বৈঠকের আয়োজন করে চট্টগ্রাম নাগরিক ফোরাম।
গোলটেবিল বৈঠকে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি ও সড়ক পরিবহন বিশেষজ্ঞ সুভাষ বড়ুয়া বলেন, উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে প্রয়োজনীয়তা নির্ধারণ করা। চট্টগ্রামে অনেক কিছু হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টানেল, উড়ালসড়কসহ নানা অবকাঠামোর কাজ হয়েছে। কিন্তু যেটি করা সবচেয়ে বেশি জরুরি ছিল, সে কালুরঘাট সেতু আর নির্মাণ করা হয়নি।
সভাপতির বক্তব্যে নাগরিক ফোরামের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বিপ্লব হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, তা অস্বীকার করা যাবে না। প্রধানমন্ত্রী কালুরঘাট সেতু নির্মাণে প্রতিশ্রুতি দিয়েছেন। এ প্রতিশ্রুতিও বাস্তবায়িত হবে বলে আশা করি।’