চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
জানা গেছে, চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) আজ নতুন করে ৬০ জনের নমুনা পরিক্ষা হয়। এর মধ্যে তিনজনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ‘নতুন যে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি নগরের সাগরিকা, হালিশহর ও জেলার সীতাকুণ্ড উপজেলায়। এদের বিষয়ে ডিএসবি বিস্তারিত তথ্য নিচ্ছে। আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।