গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করে নতুন আরও ৩ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এতে নতুন করে আরও দুটি উপজেলায় করোনা আক্রান্তের সন্ধান মিলেছে।
এদের মধ্যে একজন চন্দনাইশ উপজেলার, একজন সন্দ্বীপ উপজেলার এবং অন্যজন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।
শনিবার (২ মে) রাত সোয়া ১০ টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে ৩ জন চট্টগ্রাম জেলার এবং অন্য ৩ জন নোয়াখালী জেলার বাসিন্দা।
এছাড়া সিভাসুতে ৯০টি নমুনা পরীক্ষা করে লক্ষ্মীপুর জেলার আরও ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।