চট্টগ্রামে নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।
এদের মধ্যে একজনের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়, একজন নগরের রাহাত্তারপুল এলাকার এবং অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (১ মে) রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৬১ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।
এর মধ্যে একজন পুরোনো রোগী রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে দুই জন পুরুষ ও একজন নারী রয়েছেন।