গত ২৪ ঘণ্টায় ১৯০টি নমুনা পরীক্ষা করে নতুন আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন মৃত ব্যক্তি রয়েছেন। এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪০ জনে।
বুধবার (০৬ মে) রাত সোয়া ৯টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বিআইটিআইডিতে ১৯০ টি নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে ১১ জন চট্টগ্রাম জেলার এবং অন্যজন লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।
এছাড়া সিভাসুতে পরীক্ষা করা ৭২ টি নমুনার মধ্যে ৮ জন পজিটিভ রোগী পাওয়া গেছে। যার মধ্যে ৪ জন লক্ষ্মীপুর, ৩ জন নোয়াখালী এবং ১ জন ফেনী জেলার বাসিন্দা।’
চট্টগ্রামে বুধবার নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে তিনজন সাতকানিয়া, সীতাকুণ্ড, ফৌজদারহাটের ফকিরহাট এলাকার বাসিন্দা। এছাড়া আরও ৩ জন নগরের সাগরিকা, পাঁচলাইশ ও বহদ্দারহাট এলাকায় এবং ২ জন দামপাড়া এলাকায় শনাক্ত হয়েছে।
তাছাড়া বাকলিয়ার রাহাত্তারপুল এলাকায় একজন, চান্দগাঁও থানা এলাকায় একজন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মৃত্যুবরণ করেন।