করোনাভাইরাস পরীক্ষায় শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম নগরে একজন রোগী শনাক্ত হয়েছে। তবে চট্টগ্রামের পাশের জেলা লক্ষ্মীপুরে তিনজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে বিআইটিআইডি ল্যাবে।
শনিবার (১৮ এপ্রিল) মোট ১২২ জনের নমুনা পরীক্ষা শেষে এই চারজনের করোনা পজেটিভ ফলাফল এসেছে।
শনিবার রাত ১০টা নাগাদ এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, শনিবার চট্টগ্রাম নগরে শনাক্ত হওয়া একমাত্র করোনাভাইরাস পজেটিভ রোগীটি পতেঙ্গার। তিনি ৩৩ বছর বয়সী একজন নারী।
এছাড়া করোনা পজেটিভ হয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক ট্রাফিক পুলিশ সদস্যের দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষাতেও করোনা পজেটিভ এসেছে৷
নতুন আক্রান্ত এই চারজনসহ চট্টগ্রাম বিভাগে মোট করোনা পজেটিভ রোগী বেড়ে দাঁড়ালো ৬১ জনে।