চট্টগ্রামের ১৫ উপজেলায় ফগার মেশিন, স্প্রে মেশিনসহ মশক নিধন সরঞ্জাম বিতরণ করেছে জেলা প্রশাসন। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের সহায়তায় এসব মশক নিধন সরঞ্জাম বিতরণ করা হয়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) হাতে মশক নিধন সরঞ্জাম তুলে দেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সব চেয়ে বড় অস্ত্র জনসচেতনতা। নিজ নিজ ঘর-বাড়ি, বাড়ির আঙ্গিনা-চারপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। জনসচেতনতা তৈরিতে জেলা প্রশাসনের নানা উদ্যোগের কারণে চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেছে।

তিনি বলেন, জনসচেতনতার বাইরেও পুরো চট্টগ্রামে মশক নিধন কার্যক্রম জোরদার করেছি আমরা। নতুন এসব সরঞ্জাম মশক নিধন কার্যক্রমে আরও গতি আনবে। চট্টগ্রামের সব উপজেলায় নিরবচ্ছিন্নভাবে মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখতে সহায়ক হবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন, এস আলম গ্রুপের প্রতিনিধি আকিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here