নিজস্ব প্রতিবেদক : শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জ্ঞান তাপস ড. শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়েছেন কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ সাগর কান্তি দে।

গত ১৮মে ঢাকার সেগুন বাগিচায় গুড গর্ভন্যান্স এন্ড হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আয়োজিত অনুষ্টানে এ এ্যাওয়ার্ড দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিচারপতি আবদুস সামাদ মামুন।

উল্লেখ্য, কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে অধ্যাপক সাগর কান্তি দে গত ২০১৭ সালের ১৭ জুলাই যোগদান করেন। এর আগেও স্যার আশুতোষ কলেজে দীর্ঘ সময় সুনামের সাথে তিনি শিক্ষকতা করেছেন।

সপ্তম বিসিএসের মাধ্যমে ১৯৮৮ সালে পটুয়াখালী সরকারি কলেজে প্রাণীবিদ্যা বিভাগে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন অধ্যাপক সাগর কান্তি দে। এ ছাড়া তিনি ফেনী সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষকতা করেন। সর্বশেষ রামগড় সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

সাগর কান্তি দে চট্টগ্রামের পটিয়া উপজেলা ধলঘাট গ্রামে ১৯৬১ সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ধলঘাট উচ্চ বিদ্যালয়, কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here