আবো. রিপোর্ট

বোয়ালখালী পৌর সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম বাবুল। সদস্য সচিব পদে (পদাধিকারবলে) এস এম খসরু পারভেজ (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) অভিভাবক সদস্য পদে যথাক্রমে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল আজাদ ( আজাদ হার্ডওয়্যার) মোঃ ইসমাইল হোসেন চৌধুরী আবু ( কাউন্সিলর বোয়ালখালী পৌরসভা) মোঃ কফিল উদ্দীন মুুন্সি ( বোয়ালখালী দলিল লেখক সমিতি) মোঃ সিরাজুল ইসলাম ( সভাপতি- বোয়ালখালী প্রেসক্লাব) নিলু আকতার (গৃহিণী) শিক্ষক প্রতিনিধি পদে যথাক্রমে বিপ্লব সরকার, এস এম মনজুর আলম, দিল আ্ফ্রোজা পারভিন রিতা নির্বাচিত হন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে রেজাউল করিম বাবুলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত করেন অন্যান্য সদস্যরা।এর আগে গত ৮ ফেব্রুয়ারি অন্যান্য সদস্যদের নির্বাচিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here