সারা দেশে গত ২৪ ঘণ্টায় শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ছয় হাজার মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্য অনুযায়ী, তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য চিকিৎসা নিয়েছেন ৯৬৭ জন রোগী।

সেই সাথে ২,০৫৯ জন ডায়রিয়া এবং ২,৯১৯ জন জন্ডিস, আমাশয়, চোখের প্রদাহ, চর্মরোগ ও জ্বরের মতো অন্যান্য রোগ নিয়ে হাসপাতালে এসেছেন।

শীতজনিত রোগের কারণে ১ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশব্যাপী ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, এ সময়ে সবচেয়ে বেশি ১০ জন করে মারা গেছেন খাগড়াছড়ি ও পঞ্চগড়ে। খাগড়াছড়ির সবাই মারা গেছেন তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে, আর পঞ্চগড়ের মৃত্যুগুলো হয়েছে অন্যান্য রোগে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here