অনলাইন রিপোর্ট
একাদশ সংসদ নির্বাচনে ৬৯টি কেন্দ্রে শতভাগ ভোট পড়ার যে তথ্য পাওয়া গেছে সে সম্পর্কে ইসি’র এখন কিছুই করার নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
৩০ জুন ২০১৯ রোববার রাজধানীর লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজে ভোটার তালিকা হালনাগাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।সিইসি বলেন, বেশকিছু কেন্দ্রে শতভাগ ভোট পড়ার ঘটনা ঘটেছে। এটি আমার কাছে কোনো স্বাভাবিক ঘটনা বলে  মনে হয় না। তবে যেহেতু গেজেট প্রকাশ করা হয়ে গেছে তাই এ বিষয়ে কিছু করার নেই।নির্বাচন কমিশনের কেন্দ্রভিত্তিক ভোটের ফলাফলে দেখা গেছে গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে অন্তত ৬৯টি কেন্দ্রে শতভাগ পড়েছে।সিইসি বলেন, ভোটের পরই প্রিজাইডিং কর্মকর্তারা কেন্দ্রভিত্তিক সব নিষ্পত্তি করেন। একীভূত ফল রিটার্নিং কর্মকর্তা আমাদের কাছে পাঠিয়ে দেন। তখন ওই বিষয়ে আমাদের কিছু জানায়নি। তাই এখন ইসির কিছু করার নাই।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কে এম নূরুল হুদা বলেন, গেজেট প্রকাশের পর অভিযোগ আমরা আর খতিয়ে দেখব না। তবে আদালতের খতিয়ে দেখার সুযোগ রয়েছে। কেউ আদালতে মামলা করলে, আদালত যা বলবে তা করতে হবে। সেটি আদালতের এখতিয়ার।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here