শ্রীশ্রী কৈবল্যধাম এর ষষ্ঠ মোহন্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টপাধ্যায় ভারতের পিয়ারলেস হাসপাতালে গত ৪ মার্চ বুধবার দিবাগত রাতে ২.১৫ মিনিটে শ্রীদেহ কৈবল্য প্রাপ্তি হয়েছেন (ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু)।
মোহন্ত মহারাজ এর শ্রী দেহ চট্টগ্রাম শ্রীশ্রী কৈবল্যধামে সমাধি করা হবে।
শ্রী শ্রী কৈবল্যধামের ষষ্ঠ তথা বর্তমান মোহন্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায় বাংলাদেশের জেলা ও সদর থানা বাগেরহাট এর বানিয়াগাতি গ্রামে ১৯৪৫ সালে ২ জানুয়ারী জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন স্বর্গীয় অতুল চন্দ্র চট্টোপাধ্যায়।
কর্মজীবনে তিনি শিক্ষাব্রতী ছিলেন। বাংলাদেশের বিভিন্ন সরকারী কলেজে তিনি ইংরেজী সাহিত্যের অধ্যাপক ছিলেন। সরকারী চাকুরী গ্রহণের পূর্বে তিনি সন্দীপ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন অবসর গ্রহণ করার পর ১৪১২ সনের ৩১ শ্রাবণ, ২০০৫ সালের ১৬ আগষ্ট মঙ্গলবার শ্রী শ্রী কৈবল্যধামের ষষ্ঠ মোহন্ত পদে অভিষিক্ত হন।