কুয়াশা মোড়ানো সকালে ভোট কেন্দ্রে ছুটছেন ভোটাররা

শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন। চলছে ভোট গ্রহণ।

ভোট দিতে কেন্দ্রে ছুটছেন ভোটাররা। ভোরের কুয়াশা মোড়ানো সকালে ভোট কেন্দ্রগুলো হয়ে উঠেছে উৎসবমুখর।

বোয়ালখালী উপজেলা সদরের গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় কথা হয় ৭২ বছর বয়সী দীপ্তি বণিকের সাথে।

তিনি বলেন, পছন্দের প্রার্থীকেই ভোট দেবো। এবার মেশিনে ( ইভিএম) ভোট দেবো।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া উপজেলা সদরে গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীরপাড়া হাজী হামিদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাকপুরা দশভূজা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরপপাড়া হাজী মতিউর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারের সরব উপস্থিতি।

পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। যতো সময় গড়াছে ততই বাড়ছে কেন্দ্রে  ভোটারের উপস্থিতি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here