কালেক্টরেট সহকারীদের কোন ধরনের সুবিধা প্রদান না করায় বিভাগীয়, জেলা ,উপজেলা, সহকারী কমিশনার (ভূমি) অফিসে কর্মরত সহকারীদের সংগঠন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৫ই থেকে ২৭ ফেব্রæয়ারী পর্যন্ত তিন দিনব্যাপী পূর্ণদিবস কর্মবিরতি আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে বিকালে পর্যন্ত প্রথম দিন কর্মবিরতি পালন করেছেন ।

কর্মবিরতি পালনকারী বক্তারা বলেন ,সচিবালয়ে একজন কর্মচারী ১৬ গ্রেডে যোগদান করে পাঁচ বছরের দশম গ্রেডে পদোন্নতি পেয়ে যায়। আর সচিবালয়, হাইকোর্ট ,সংসদ ,নির্বাচন কমিশন, পিএসসি ও মন্ত্রণালয়ের সংযুক্ত বিভাগসমূহে ১৬তম গ্রেডে যোগদান করে পদোন্নতি পেয়ে অনেকে সহকারী সচিব হয়ে চাকুরী থেকে অবসর নিচ্ছেন। ইসিতে তৃতীয় শ্রেণি হতে এক লাফে প্রথম শ্রেণীর কর্মকর্তা পদে পদোন্নতি প্রদানের নজির আছে । রাজউকে ইউডি পদে আট বছর চাকরি করলে অফিস সুপার পদে পদোন্নতি পাওয়া যায়। তাছাড়া বাংলাদেশ সচিবালয়, স্থানীয় সরকার, প্রকৌশল অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর ,পরিবার পরিকল্পনা অধিদপ্তর , হিসাব রক্ষণ অফিস, সিএমএম কোর্ট, কৃষি বিভাগ, প্রাণী সম্পদ অধিদপ্তর ,সংসদ সচিবালয় অফিস সমূহে বিভিন্ন পদে পদবি ও গ্রেড পরির্বতন করা হয়। শুধুমাত্র ইউএনও, ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত অফিস সহকারীগণ চাকরিতে জীবন শেষে পদোন্নতি না পেয়ে একই পদে থেকে অবসরে যাচ্ছেন।
তাই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এসডিজি বাস্তবায়ন ও রুপপ্রকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে মাঠ প্রশাসনে কর্মরত বিভাগ কমিশনার অফিস জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত সহকারীদের মনোবল সতেজ রেখে কাজের গতিশীলতা অব্যাহত রাখতে পদোন্নতিসহ পদবী পরিবর্তন সহকারী প্রশাসনিক কর্মকর্তা করার জন্য দাবি জানাচ্ছি। তারা বিভিন্ন দপ্তরের ন্যায় জেলা প্রশাসকের কার্যালয় এর নিয়ন্ত্রণাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারীদের উত্থপিত দাবি-দাওয়া সমূহ জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষে ব্স্তবায়নের জন্যে জন প্রশাসন মন্ত্রাণালয়ের প্রতি আহবান জানান।
নাছির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি স্বদেশ শর্মা ,আন্দোলন কমিটির আহ্বায়ক উদয়ন কুমার বড়–য়া, সাধারণ সম্পাদক এস এম আরিফ হোসেন, কেন্দ্রিয় কমিটির সদস্য নুরুল মোহাম্মদ কাদের , কেন্দ্রীয় সদস্য জামাল উদ্দিন, প্রদীপ কুমার চৌধুরী ,আবদুল মন্নান, বেগম সাদিয়া নূর ,শফিউল আলম, জাহাঙ্গীর আলম, রিয়াজ আহমেদ , আলী আজম খান ,মহিউদ্দিন চেšধুরী চৌধুরী প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here