করোনায় জীবন দিলেন পুলিশ কনস্টেবল আশেক মাহমুদ(৪২) । তিনি ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত ছিলেন।

ডিএমপি’র ট্রাফিক উত্তরের সহকারি কমিশনার(এডমিন) বদরুল হাসান বলেন, ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন।

তিনি বলেন, করোনা উপসর্গ দেখা দেবার পর তাকে সিদ্ধেশ্বরী স্কুল এন্ড কলেজের পুলিশ তত্ত্বাবধানের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টারে রাখা হয়। গত ২৬ এপ্রিল করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। পরদিন অর্থাৎ ২৭ এপ্রিল তার করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে।

গতকাল তাঁর অবস্থার অবনতি হলে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তাঁর বাড়ি জামালপুর মেলান্দহ উপজেলায়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here