রাজবাড়ীতে করোনা ভাইরাস নিয়ে বিতর্কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে লাবলু (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার ভবদিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
লাবলু সদর উপজেলার ভবদিয়া গ্রামের মৃত ওয়াকিল উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহতরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।