একুশে পদকপ্রাপ্ত কবিয়াল রমেশ শীলের কনিষ্ট পুত্র পুলিন বিহারী শীল (৮৭) আর নেই।
তিনি চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব গােমদণ্ডী গ্রামের নিজ বাড়িতে সোমবার বিকেল ৫টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। তিনি কবিয়াল রমেশ শীলের ৪ ছেলে ও ২ মেয়ের মধ্যে কনিষ্ট সন্তান ছিলেন।
মৃত্যুকালে স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলে ও আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় পারিবারিক শশ্মানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পুলিন বিহারী শীলের নাতি সঞ্জয় শীল।